মেখলিগঞ্জ: বৃষ্টির জেড়ে পন্ড হলো দশমির মেলা, ক্ষতির মুখে ধাপড়া বাজারের ব্যবসায়ীরা
বৃষ্টির জেড়ে পন্ড হলো দশমির মেলা। জন শূন্য ধাপড়া বাজার চত্ত্বর। বৃহস্পতিবার রাতে এমনই চিত্র দেখা গেলো কুচলিবাড়ির ধাপড়া বাজারে। সকাল থেকে আকাশের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামার আগেই ভারী বৃষ্টিপাত দেখা যায় বিস্তীর্ন এলাকা জুরে। কর্যত প্রতিবছর দশমিতে কুচলিবাড়ি ধাপড়া বাজারে যে মেলার আয়োজন করা হয়। তা কার্যত বাঞ্চাল হয়। বৃষ্টির জেরে দর্শনার্থীরা মেলায় না আসায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা।