গঙ্গাসাগরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নাগ মেলা, ৪৬ বছরের ধরে পুরুষোত্তমপুর নাক সরোবর ময়দানে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। গতকাল থেকে গঙ্গাসাগরে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ও ঐতিহ্যবাহী নাগ মেলা। প্রতিবছর গঙ্গাসাগর মেলার ঠিক মাস খানেক আগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী নাগরাজ, মনসা মাতা সহ বিভিন্ন দেবদেবীর পূজা অনুষ্ঠিত হয় পুরুষোত্তমপুর নাগ সরোবর ময়দানে। একসময় সাগরদ্বীপে হঠাৎ বেড়ে যায় সাপ দংশনের ঘটনা। সে সময় নাগ সরোবরের কাছেই একমাত্র চিকিৎসক