ছাতনা: “ন্যাংটো করে দৌড় করানো হবে” ইন্দপুর ব্লক তৃণমূলের সভাপতি রেজাউল খান ছাতনার বিজেপি বিধায়ককে কড়া হুঁশিয়ারি দিলেন ছাতনায়
বিজয়া সম্মিলনীতে তৃণমূল নেতার আক্রমণ, বিজেপির পাল্টা ছাতনার বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জীকে কটাক্ষ করে তৃণমূলের ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খান বলেন, বিধায়ক এলাকায় সেলফি তুলতে এলে “ডান্ডা প্রস্তুত”। তিনি আরও হুঁশিয়ারি দেন, ২০২৬ সালের ভোটে বিধায়ককে হারিয়ে “ন্যাংটো করে দৌড় করানো হবে।” বিজেপি জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রতিক্রিয়ায় বলেন, তৃণমূলের বিজয়া সম্মিলনী হুমকি সম্মেলনে পরিণত হয়েছে, নির্বাচনে মানুষ জবাব দেবে।