ঝাড়গ্রাম: মানিকপাড়া রেঞ্জ এলাকায় লোকালয়ে ঢুকে পড়লো দুটি দাঁতাল হাতির একটি দল,নষ্ট ৭ কাঠা জমির ধান চাষ
মঙ্গলবার রাত্রে ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জ এলাকায় লোকালয়ে ঢুকে পড়লো দুটি দাঁতাল হাতির একটি দল। জানা গেছে, খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে চাষের জমিতে নেমে পড়ে তারা।এরপর শুরু হয় তাণ্ডব— নষ্ট হয়ে যায় প্রায় ৭ কাঠা জমির ধান চাষ। ফলে চাষিদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হুলা পার্টির সদস্যরা। দীর্ঘ চেষ্টার পর তারা হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হয়।স্থানীয়দের অভিযোগ,বছরের বেশিরভাগ সময়ই দাঁতালের তাণ্ডব অব্যাহত।