ব্যারাকপুর ২: কুড়ি হাজার টাকার সুপারি নিয়ে খুনের ছক বরানগরে খুনের চেষ্টার ঘটনায় উঠে এলো তথ্য সাংবাদিক সম্মেলনে জানালো পুলিশ
বরানগরে পরিবহন কর্মী বিকাশ মজুমদারের উপর শুট আউটের ঘটনায় উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য।বিকাশ মজুমদারের স্ত্রী রেখা মজুমদারের সঙ্গে ভালোবাসা ছিল প্রবীর দের।প্রবীর কুড়ি হাজার টাকা সুপারি দিয়েছিল শামীম লস্করকে।সেই সুপারির টাকা নিয়ে বিকাশকে খুন করার ছক করে শামীম লস্কর ও শুশান্ত আদক।সুশান্ত বাইক চালিয়ে আসে ঘটনাস্থলে এবং গুলি চালায় যে কোনো কারণেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। সেই খুনের চেষ্টার ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বরানগর থানায় সাংবাদিক