গলসি ১: সিমনোড় সার্বজনীন দূর্গা পূজা কমিটির পক্ষ থেকে সপ্তমীর সন্ধ্যা ছটায় গরীব দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র বিতরণ
গলসি এক নম্বর ব্লকের সিমনোড় সার্বজনীন দূর্গা পূজা কমিটির পক্ষ থেকে সপ্তমীর সন্ধ্যা ছটায় গরীব দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র বিতরণ করা হল। সিমনোড় সার্বজনীন দুর্গা পুজো কমিটি প্রতিবছরই এই বস্ত্র বিতরণ করে থাকে বলে জানা গেছে এ বছর প্রায় ১৫০ জন দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পূজো কমিটির সহযোগিতায় উপস্থিত থাকেন সিমনোড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দূর্গা পূজার এই কটা দিন সিমনোড় সার্বজনীন পূজা কমিটি সামাজিক কাজকর্ম করে থাকে