পটাশপুর ১: ২১শে জুলাই শহীদ দিবসের সফলতার লক্ষ্যে ঐক্যবদ্ধ মিছিল
আজ বিকালে পটাশপুর-১ ব্লকের চিস্তিপুর ৮/১ অঞ্চলের অন্তর্গত বাড়মক্ষল তালছিটকীনি বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল এক বিশাল মিছিল।লক্ষ্য একটাই ২১শে জুলাই ধর্মতলা শহীদ দিবস সফল করা। এই কর্মসূচিকে ঘিরে আজ সক্রিয় বিজেপি-সমর্থক ৫টি পরিবার থেকে প্রায় ২০ জন সদস্য সদস্যা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।