কলেজে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল এক কলেজ ছাত্রী। মঙ্গলবার বেলা ১১:৩০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের একটি গ্রামে। মঙ্গলবার রাত সাতটা নাগাদ দেগঙ্গা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন পরিবারের লোকজন। পরিবার সূত্রে জানা গেছে কলেজে যাবে বলে বাড়ি থেকে বের হয় বছর 19 বয়স ওই তরুণী কলেজ ছাত্রী। কিন্তু তারপর আর সে বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন হদিস না পাওয়ায় শেষে পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকজন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।