মোহনপুর: ৭৯ টিলা TPTL এর প্রধান কার্যালয়ে ৫৮ তম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন অনুষ্ঠানে উপস্থিত দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ
সোমবার ৫৮ তম ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয় TPTL এর ৭৯ টিলা প্রধান কার্যালয়ে। এদিন TPTL এর নতুন কনফারেন্স হল এর উদ্বোধন করেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এবং TPTL এর সকল ড্রাইভারদের বস্ত্র বিতরন করা হয়।