কুলতলি: মৈপিঠ কোষ্টাল থানা এলাকার ১৬ টি দূর্গা পূজা নিয়ে চলছে পূজা পরিক্রমা
বারুইপুর পুলিশ জেলার অধীনস্থ কুলতলির মৈপিঠ কোষ্টাল থানা এলাকা দিন ১৬ টি দুর্গা পূজা নিয়ে থানার উদ্যোগে সোমবার থেকে শুরু হলো পূজা পরিক্রমা। সেরার সেরা কোন পূজাকমিটি পায় সেই অপেক্ষায় মৈপিঠবাসী। সেই চিত্র আপনারা দেখছেন আমাদের প্রতিনিধির ক্যামেরা থেকে।