ভগবানগোলা ২: “SIR নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না”— সচেতনতামূলক আলোচনা সভা দুপুর থেকে বিকেল ৪ টা পর্যন্ত
আখেরিগঞ্জ, বৃহস্পতিবার, ৬ নভেম্বর: SIR (সংশোধিত ইনসেন্টিভ রেশন) প্রকল্প নিয়ে কেউ বিভ্রান্ত না হন এবং আতঙ্কে না পড়েন— এই বার্তাই তুলে ধরতে বৃহস্পতিবার আখেরিগঞ্জের ফেলুর মোড়ে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিত ঘোষ, যিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন, “কেউ আতঙ্কিত হবেন না, কোনও দোকানদার বাড়তি পয়সা নেবেন না। ভবিষ্যতে যদি এ