নামখানা: মেশিন ভ্যান ও জিও গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত জিও গাড়ি চালক নামখানা এলাকার ঘটনা
মেশিন ভ্যান ও জিও গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত জিও গাড়ির চালক স্থানীয় সূত্রে জানা গেছে কাকদ্বীপের দিক থেকে ১টি জিও গাড়ি নামখানা দিকে যাচ্ছিল অপর দিক থেকে নামখানা দিক থেকে একটি মেশিনম্যান কাকদ্বীপের দিকে যাচ্ছিল তখনই মুখোমুখি সংঘর্ষ হয় নামখানার কাছে আহত হয় জিও গাড়ির চালক স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে ওই আহত ব্যক্তিকে কাকদ্বীপ কুমার হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ এসে গাড়িকে আটক করে ও মেশিন ভ্যন চালক কেউ আটক কর