ভগবানগোলা ২: ভগবানগোলা-২ ব্লকে ISF-এর সাংগঠনিক সভা — তৃণমূল ও কংগ্রেস ছেড়ে শতাধিক কর্মীর যোগদান
ভগবানগোলা, বুধবার, ২৯ অক্টোবর, সন্ধ্যা ৫টা ৩০ মিনিট: ভগবানগোলা-২ ব্লকে আজ অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)-এর এক সাংগঠনিক আলোচনা সভা। ব্লক সভাপতি আমরুল শেখের নেতৃত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বালিগ্রামের দিলদার হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। রানীতলা থানার অন্তর্গত ফুলপুর ও ঝিকরা কলোনিতে অনুষ্ঠিত এই সভায় দেখা গেল এক ভিন্ন চিত্র — তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস দল ছেড়ে প্রায় একশো কর্মীর ISF-এ যোগদান। নতুন যোগদানকারীরা বলেন, “মাননীয়া মুখ্যমন্