গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ময়নাগুড়ি জল্পেশ মেলা মাঠ এলাকার বাসিন্দা অবৈধ মদ ব্যবসায়ী দুলাল রায় (৩৭)কে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। পাশাপাশি তার কাছ থেকে ২০ বোতল দেশি মদ জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ ময়নাগুড়ি থানার পুলিশ সূত্রে জানা যায় ধৃতের বিরুদ্ধে আগে থেকেই মদের ফ্লাইং এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। এদিন জেলা পুলিশের নির্দেশে বিশেষ অভিযানে তাকে ময়নাগুড়ি নতুন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।