কেতুগ্রাম ২: 'শ্রীচৈতন্য চরিতামৃত' গ্রন্থের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজের তিরোভাব তিথি উপলক্ষ্যে উৎসবে মেতেছে কেতুগ্রামের ঝামটপুরবাসী
'শ্রীচৈতন্য চরিতামৃত' গ্রন্থের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর তিরোভাব তিথি উপলক্ষ্যে শনিবার উৎসবে মেতেছেন কেতুগ্রামের ঝামটপুরের বাসিন্দারা। ষকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা 'শ্রীচৈতন্য চরিতামৃত' গ্রন্থের পাণ্ডুলিপি সহ তার লেখা অন্যান্য পুঁথি গুলি সংরক্ষনের দাবিতে সরব বাসিন্দারা৷শারদ শুক্লা দ্বাদশী তিথি থেকেই কৃষ্ণদাস কবিরাজের তিরোভাব দিবস উপলক্ষ্যে কেতুগ্রামের ঝামটপুর গ্রামে এদিন থেকে গ্রাম জুড়ে শুরু হয়েছে মহোৎসব।এদিন আনুমানিক রাত ৮টা নাগাদ সেই দৃশ্য দেখা