রামপুরহাট ১: দূর্গা পুজোর আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বীরভূমের রামপুরহাট রেল স্টেশনে চললো চিরুনি তল্লাশি রেল পুলিশের
দূর্গা পুজোর আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বীরভূমের রামপুরহাট রেল স্টেশনে চললো চিরুনি তল্লাশি রেল পুলিশের। যাত্রী সুরক্ষা ও রেলস্টেশনের সুরক্ষার জন্য এই উদ্যোগ রেলের পক্ষ থেকে নেওয়া হয়। সেইমতো শনিবার দুপুর তিনটে নাগাদ বীরভূমের রামপুরহাট রেলস্টেশনে পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে রামপুরহাট রেলস্টেশনের সমস্ত জায়গায় চলে চিরুনি তল্লাশি।