রানিনগর ১: হড়হড়িয়া সেবক সংঘ ক্লাবের উদ্যোগে কার্তিক পূজার আয়োজনে নরনারায়ণ সেবা
মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের হড়হড়িয়া সেবক সংঘ ক্লাবের উদ্যোগে কার্তিক পূজার আনুষ্ঠানিক উদ্বোধন হয় ফিতা কেটে,,, এ বারের পূজার শুভ সূচনা করেন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আবৃত্তি, নৃত্যসহ নানা অনুষ্ঠান এবং নরনারায়ণ সেবার মধ্য দিয়ে দিনভর উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এই আয়োজনে। উদ্বোধনী দিনে বিধায়ক সৌমিক হোসেন নিজে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করেন।