দুবরাজপুর: দুর্গাপূজা কমিটিগুলিকে মুখ্যমন্ত্রীর অনুদান, দুবরাজপুরে গৌরবময় অনুষ্ঠান
দুবরাজপুর শহর ও দুবরাজপুর থানার অন্তর্গত সমস্ত নিবন্ধিত দুর্গাপূজা কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করা হলো। বুধবার দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে এক গৌরবময় অনুষ্ঠানে প্রায় ১০৪টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে সরকারি চেক তুলে দেন প্রশাসনের কর্তারা। প্রতিটি মণ্ডপকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে এই অনুদান দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে পৌরসভার জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, স্থানীয় নেতৃত্ব এবং পূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।