বাগদা: রাস্তার কুকুরদের বিষ খাইয়ে মারার অভিযোগে বাগদা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ও বাগদা থানার পুলিশ
রাস্তার কুকুরদের বিষ খাইয়ে মারার অভিযোগে বাগদা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ও বাগদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে বাগদা থানা এলাকায় অভিযোগ দায়ের হয়। তারপর থেকেই পুলিশ এর খোঁজ চালাচ্ছিল, গোপন সূত্রে খবর পেয়ে বাগদা পুলিশ গতকাল গভীর রাতে বাগদা এলাকা থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ দুপুর একটা নাগাদ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।তদন্তের সাপেক্ষে পুলিশ নাম পরিচয় গোপন রেখেছে।