মুরারই ১: রাজগ্রাম পূর্ব বাজার স্টেশন রোডে টোটোর দাপটে রাস্তায় লাগলো চরম যানজট
রাজগ্রাম পূর্ব বাজার স্টেশন রোডে লাগলো যানজট। যানজটে নাজেহাল স্থানীয়দের। জানা গিয়েছে অতিরিক্ত টোটো চলার কারণ রাস্তায় লাগছে রোজ যানজট। রাস্তার উপর দাঁড় করে রাখছে টোটো, আর তাতেই লেগে যাচ্ছে যানজট। আর তাতেই সমস্যায় পড়তে হয় ট্রেন ধরতে আসা এই রেল যাত্রীদের ও স্থানীয় বাসিন্দাদের। এদিন পাঁচ অক্টোবর রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ সেই যানজটের চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।