সবং: তেমাথানিতে মেদিনীপুর স্ক্যান সেন্টার উদ্যোগের স্বেচ্ছায় রক্তদান শিবির, রক্তদাতা ৭০ জন
মঙ্গলবার দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত মেদিনীপুর জেলার সবং ব্লকের তেমাথানি এলাকায় মেদিনীপুর স্ক্যান সেন্টার তেমাথানি শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। কাঁথি মহাকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় ৭০ জন ডাক্তার স্বেচ্ছায় রক্তদান করেন। এবছর এই রক্তদান শিবির তৃতীয় বর্ষ পদার্পণ করলো।