আমতা ১: আমতা থানার অন্তর্গত খালনা মোমবাতি দিতে গিয়ে দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন
Amta 1, Howrah | Oct 20, 2025 আজ কালীপুজোর দিন সন্ধ্যে ছটা নাগাদ খালনায় একটি দোকানে, মোমবাতি দিতে গিয়ে আগুন লাগে মুহূর্তের মধ্যে পাশে থাকা ইলেকট্রিক এর দোকানে আগুন ছড়িয়ে পড়ে । ঘটনার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ ও আমতার বিধায়ক সুকান্ত পাল তারপরেই খবর দেয়া হয় দমকল বিভাগে ঘটনার ফলে দমকলের দুটি ইঞ্জিন এসে ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনার জেরে ঘন্টা খানেক ধরে রোদ অবরুদ্ধ হয়ে থাকে । তারপরে পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় ঘটনা নিয়ন্তনে।