সাগর: ঘূর্ণিঝড় 'মান্থা'-র ভ্রুকুটি: দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের পূর্বাভাস, সাগরে মাইকিং প্রচার
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মান্থা'-র প্রভাবে আগামী ২৮ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। এই সময়ের মধ্যে ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যে তৎপর হয়েছে প্রশাসন।।