বিলোনিয়া: আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শততম বর্ষ এই বছর তাই এই শততম বর্ষকে স্মরণীয় করে রাখতে নানান কার্যক্রম
আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শততম বর্ষ এই বছর। তাই এই শততম বর্ষকে স্মরণীয় করে রাখতে নানান কার্যক্রম জারি রেখেছে বর্ষ ব্যাপী। রবিবার সারা রাজ্যের আটটি জেলার সাথে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সদর বিলোনিয়াতেও মহালয়ার পুণ্য লগ্নে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিবছরের মতো এই বছরও মহালয়ার পথ সঞ্চালন কার্যক্রম করে। বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়াম থেকে সহস্রাধিক বিভিন্ন বয়সের স্বয়ংসেবক রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ এই পথ সঞ্চালনায় অংশগ্রহণ কর