বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পাচটা পর্যন্ত এক সদ্যোজাত হস্তিশাবককে ঘিরে কৌতুহল ছড়ালো নাগরাকাটার চেংমারি চাবাগানে।জানা গিয়েছে চেংমারি চাবাগানে শ্রমিকেরা কাজ করতে গিয়ে একটি হাতির আর্তনাদ চিৎকার শুনতে পায়।এরপরই সকলে মিলে চাবাগানের ৭৯ এবং ৮০ নং সেকশনের একটি নালার মধ্যে একটি মা হাতিকে হস্তিশাবকের জন্ম দিতে দেখেন। দাবানলের মত সেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে আগে থেকেই চলে আসে ডায়না ও খুনিয়া রেঞ্জের বনকর্মিরা।