দার্জিলিং-পালবাজার: আলুবাড়ি এলাকায় রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক আলুবাড়ি, রাইগ্রাম ও লিম্বু গ্রামের বাসিন্দাদের, এলাকায় বিক্ষোভ
নো রোড নো ভোট স্লোগান তুলে ভোট বয়কটের ডাক দিলেন আলুবাড়ি, রাইগ্রাম ও লিম্বু গ্রামের বাসিন্দারা। শনিবার বিকেল ৪টে নাগাদ স্থানীয় গ্রামবাসীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে এলাকায় বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি ২০২১ সালে গ্রামে যাওয়ার প্রধান রাস্তার কাজ শুরু হয়েছিল কিন্তু, এখনও পর্যন্ত সেই রাস্তা তৈরি হয়নি। এতে তাঁরা ক্ষুব্ধ হয়ে ভোট বয়কটে ডাক দিলেন।