সিউড়ি শহরের ভেতর দিয়ে বিভিন্ন বাস চালকরা দ্রুতগতিতে বাস চালানোর ফলে প্রায় সময় ছোট থেকে বড় দুর্ঘটনা ঘটছে। তারই প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার দিন সিউড়ি দুবরাজপুর মেন রাস্তার সাজানোপল্লী মোড়ের কাছে অবরোধ করে স্থানীয়দের পক্ষ থেকে। বেশ কিছুক্ষণ অবরোধ থাকার পর পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা মারফত তুলেনেই স্থানীয়রা।