হেমতাবাদ: কাকরশিং দুর্গাপুজো কমিটির হাতে আর্থিক অনুদান প্রদান
হেমতাবাদের কাকরশিং দুর্গাপুজো কমিটিকে আর্থিক অনুদান প্রদান। মঙ্গলবার রাতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মণ, হেমতাবাদ থানার আই সি সুজিত লামা সহ অন্যরা।