দুবরাজপুর: দুবরাজপুর পৌরসভার সুবর্ণজয়ন্তী উদযাপনে মহাসমারোহ, ১০–১৬ নভেম্বর নানা কর্মসূচি
দুবরাজপুর পৌরসভার ৫০ বছর অর্থাৎ সুবর্ণজয়ন্তী পালন করা হবে মহাসমারোহে। আগামী ১০ই নভেম্বর থেকে ১৬ই নভেম্বর পর্যন্ত নানান কর্মসূচি থাকছে দুবরাজপুর পৌরসভার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে। আর সেই উপলক্ষে বুধবার দুবরাজপুর পৌরসভার হল ঘরে সুবর্ণ জয়ন্তী উদযাপন বিষয়ে বিস্তারিত আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক।