আগামী ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে কোমর বাঁধতে শুরু করেছে বিজেপি। জেলায় জেলায় চলছে বিজেপির সাংগঠনিক বৈঠক। আজ মঙ্গলবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ সবং বিধানসভার এক নম্বর মন্ডলের শক্তি কেন্দ্র প্রমুখদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। নেতৃত্বের তরফে জানা গিয়েছে এ দিনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংগঠনিক বিভিন্ন কাজে অগ্রগতি এবং আগামী দিনের পথ চলার রূপরেখা নির্ণয় করতেই এদিনের বৈঠক।