মেখলিগঞ্জ: বন্যা কবলিত মেখলিগঞ্জ ব্লকের ১৮২ সারোহাটি এলাকায় ত্রান বিতরণ করলো কোচবিহার জেলার এবিএন শীল কলেজ কর্তৃপক্ষ
বন্যা কবলিত মেখলিগঞ্জ ব্লকের ১৮২ সারোহাটি এলাকায় ত্রান বিতরণ করলো কোচবিহার জেলার এবিএনশীল কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে এলাকার বন্যা কবলিত মানুষদের মধ্যে মশারি, কম্বল, শুকনো খাবার, বেবী ফুট সহ খাতা কলম বিতরণ করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, এই ত্রাণ কার্য হয়েছে ABN Seal College এর NCC এবং NSS Unit এর উদ্যোগে। এছাড়াও অর্থসাহায্য ও শ্রম দিয়ে সাহায্য করেছে নিখিল বঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি।