তালডাংরা ব্লকের ফুলমতি অঞ্চলের পথশ্রী - রাস্তাশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন হল আজ আনুমানিক 1 টা নাগাদ। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার পরিষদের সভাধিপতি ও ব্লক পঞ্চায়েত সদস্যরা।এইদিন নারকেল ফাটিয়ে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন হল।
তালড্যাংরা: ফুলমতি অঞ্চলের পথশ্রী ও রস্তাশ্রী প্রকল্পের নারকেল ফাটিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি - Taldangra News