বর্ধমান ১: লেদ কারখানা থেকে টিউবওয়েল ও লোহার সিঁড়ি চুরির ঘটনায় থানা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করলো রায়না থানার পুলিশ
ধৃতের নাম কৌশিক দাস। রায়না থানার বিরামপুরে তার বাড়ি। সোমবার রাতে তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ঘটনায় জড়িত থাকার কথা সে কবুল করে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তাকে নিয়ে তল্লাশি চালিয়ে চুরির জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়না থানার মাদানগরের বাসিন্দা সাইফুল মল্লিকের বোকরার ঢালে লেদ কারখানা রয়েছে। রবিবার দুপুরে তিনি কারখানা বন্ধ করে বাড়ি যান। পরেরদিন সকালে কারখানা খুলে এসে দেখেন চুরি হয়ে গেছে।