দেগঙ্গা: হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে পোস্টার মারার প্রতিবাদে দেগঙ্গা থানায় বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের
তোলা বাজি, দলের মধ্যে উপদল তৈরি, টাকার বিনিময়ে দেগঙ্গা, হাড়োয়া এবং বারাসত 2 নম্বর ব্লকের পুরোনো ব্লক সভাপতিদের বাদ দিয়ে নতুন ব্লক সভাপতি করা সহ একাধিক অভিযোগে দেগঙ্গা ব্লকের কালিয়ানী গ্রাম এবং সংলগ্ন কালিয়ানি বিলের কাছে একাধিক পোস্টার পড়লো হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে। সোমবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে অবশ্য স্থানীয় বাসিন্দারা পোস্টারগুলো ছিঁড়ে দেয়। তবে কারা এই পোস্টারগুলো সেটে দিয়েছে তা অবশ্য জানা যায়নি। স্থানী