হাড়োয়া: মাজমপুর এলাকায় পথচারী কিশোরকে বাঁচাতে দূর্ঘটনায় কবলে টোটো গাড়ি, আহত 3 জন
টোটো দুর্ঘটনায় আহত তিন ঘটনাটি ঘটেছে বুধবার রাত নটা নাগাদ হাড়োয়া ব্লকের হাড়োয়া - লাউহাটি রোডের মাজমপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় টোটোতে এক মহিলা যাত্রী নিয়ে টোটো চালক বাজারের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় মাজমপুর সংলগ্ন এলাকার কাছে এক পথচারী কিশোর চলে আসে টোটোর সামনে তাকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে টোটোটি ঘটনায় আহত হয় ওই কিশোর টোটো চালক এবং টোটোয় থাকা মহিলা যাত্রী স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে