পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদার কুলিগেড়িয়া এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল এক মদ্যপ অবস্থায় থাকা বাইক আরোহী। জানা যায়, মদ্যপ অবস্থায় এক ব্যক্তি বেলদার দিক থেকে দাঁতনের দিকে বেপরোয়া গতিতে যাওয়ার সময় কুলিবেড়িয়া এলাকায় জাতীয় সড়কের ধারে ব্যারি কেটে ধাক্কা মারে। ঘটনায় অল্পবিস্তর আহত হন ওই ব্যক্তি। পথ চলতি মানুষ তাকে উদ্ধার করে।