সিউড়ি ১: সিউড়ি সংশোধনাগারে বন্দি থাকা আবাসিকদের বানানো সামগ্রী সাধারণ মানুষের কাছে পৌঁছাতে অভিন্ন হাবের উদ্বোধন করা হলো
Suri 1, Birbhum | Sep 14, 2025 রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সিউড়ির সংশোধনাগারে বন্দি থাকা আবাসিকদের বানানো সামগ্রী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অভিন্ন হাব তৈরি করা হয়েছে সিউড়িতে। রবিবার দিন তারই শুভ উদ্বোধন করলেন ADG কারা লক্ষী নারায়ন মিনা। সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলার জেলা শাসক বিধান রায় সহ বীরভূম জেলার পুলিশ সুপার ও বীরভূম জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা।