গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার ছোটমোল্লা খালী GP র অন্তর্গত কালিদাসপুরে বানিকান্ত বাজারে গোসাবা বিধানসভার ২নং মন্ডলের পক্ষ থেকে বিজেপির পরিবর্তন সভার আয়োজন করা হয় শুক্রবার সন্ধ্যায়। এদিনের এই পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির এক্সিকিউটিভ সদস্য তথা ডায়মন্ড হারবার লোকসভার ইনচার্জ প্রীতম দত্ত,জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সঞ্জয় নায়েক, গোসাবা বিধানসভার ১নং মন্ডলের মন্ডল সভাপতি উত্তম বেরা, ২নং মন্ডলের মন্ডল সভাপতি ধ্রুবজ্যোতি মিস্ত্রী