আউশগ্রাম ১: দুর্গাপুজো উপলক্ষ্যে যাত্রাগানের আসর বসলো আউশগ্রামের আলিগ্রামে, "আমি মানুষ নামের কলঙ্ক" যাত্রাপালা দর্শকদের মন জয় করল
দুর্গাপুজো উপলক্ষ্যে রবিবার আনুমানিক রাত ১০টা নাগাদ যাত্রাগানের আসর বসলো আউশগ্রামের আলিগ্রামে। "আমি মানুষ নামের কলঙ্ক" এই জনপ্রিয় যাত্রাপালা দর্শকদের মন জয় করে। অভিনেতা কুমার অভিজিৎ ও অভিনেত্রী রায় মিত্রের অভিনয় দর্শকদের নজর কাড়ে। জানা গিয়েছে, এদিন যাত্রার শুরুতে শিল্পীদের সংবর্ধিত করেন আউশগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন পুজো কমিটির কর্মকর্তারাও।