পুরুলিয়া ১: বল্লভভাই প্যাটেলের আবির্ভাব দিবস উদযাপন হলো রান ফর ইউনিটির মাধ্যমে রাচি রোডের টোল ট্যাক্স থেকে ১ নম্বর মন্ডল কার্যালয়
সর্দার প্যাটেলের 150 তম আবির্ভাব দিবস উপলক্ষে সারা দেশে রাষ্ট্রীয় একতা দিবস RunforUnityর মাধ্যমে পালিত হলো এদিন সকালে পুরুলিয়া -রাঁচিরোডের টোল ট্যাক্স থেকে বলরামপুর 1 নং মণ্ডলের দলীয় কার্যালয় পর্যন্ত। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সংকর মাহাত ,জেলার 3 সাধারণ সম্পাদক বিপ্লব মুখার্জি,জলধর মাহাত, সদানন্দ বাউরি,মণ্ডল সভাপতি বিশাল দুবে সহ সমস্ত সমস্ত বিজেপি সমর্থকরা।