ইটাহার: কানপুরে মুসলিম ধর্মের মানুষদের গ্রেফতারের প্রতিবাদে ইটাহারে ধিক্কার মিছিল ও থানার স্মারকলিপি প্রদান উলমা কাউন্সিলের
কানপুরে ২৫ জন মুসলিম ধর্মের মানুষকে গ্রেফতারের করার প্রতিবাদে ধিক্কার মিছিল ও রাস্তা অবরোধ সহ থানায় ডেপুটেশন কর্মসূচি পালিত হল ইটাহারে। বৃহস্পতিবার উলমা কাউন্সিল সংগঠনের ইটাহার ব্লক কমিটি এই প্রতিবাদ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে। জানাযায়, গত ৫ই সেপ্টেম্বর নবি দিবসে উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মহম্মদ লেখা পোস্টার লাগানোর অপরাধে ২৫ জন মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের গ্রেফতার করে উত্তরপ্রদেশ সরকার। সেই ঘটনার প্রতিবাদে ইটাহারে এই কর্মসূচি পালন উলমা কাউন্সিলের।