হেমতাবাদ: রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্পের প্রচারে ট্যাবলো উদ্বোধন হেমতাবাদে
হেমতাবাদ বিডিও অফিস থেকে উদ্বোধন করাহল রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্পের ট্যাবল। শনিবার দুপুরে এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত সহ ব্লক প্রশাসনের আধিকারিক রা। হেমতাবাদ ব্লক জুড়ে প্রচার করবে এই ট্যাবল।