পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১পঞ্চায়েত সমিতির সাধারণ সভা ছিল গতকাল। BJP পরিচালিত পঞ্চায়েত সমিতির এই সাধারণ সভাকে অবৈধ বলে তৃণমূল নেতা তথা নন্দীগ্রাম-১পঞ্চায়েত সমিতির সদস্য সেক সাহাউদ্দিনের অভিযোগ দীর্ঘ ৯মাস পর সাধারণ সভার ডাক সম্পূর্ণ অবৈধ আমরা ধিক্কার জানিয়েছি। তিনি আরো বলেন সংখ্যালঘু উন্নয়নের টাকা সনাতনী এলাকার খরচ অবৈধ। এই প্রসঙ্গে BJP রাজ্য কমিটির সদস্য তথা পঞ্চায়েত সমিতির দল নেতা সাহেব দাস সাহাউদ্দিনকে জেল খাটা আসামি বলে কটাক্ষ করে বলে সংখ্যালঘু উ