আমবাসা: মহালয়ার দিনে আমবাসার ইয়ং ব্লাড ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি, ২২ জন রক্তদাতার অংশগ্রহণ
Ambassa, Dhalai | Sep 21, 2025 মা দুর্গার পূজো শুধু আরতিতে নয় রক্তদানে লুকিয়ে আছে মানবতার জয় এবং প্রকৃতির পূজা হোক ভক্তির টানে বৃক্ষ রূপণ হোক মায়ের নামে এই দুটি শীর্ষক নিয়ে আম বাসার খ্যাতনামা ক্লাব ইয়ং ব্লাড ক্লাব মহালয়ার দিনে বেলা ১১ টায় আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচি। ইয়ং ব্লাড ক্লাবের আয়োজিত দুটি কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর , কাউন্সিলর অপু দেব, আমবাসা পঞ্চায়েত সমিতির সদস্য অজয় অধিকারী