বিলোনিয়া: দক্ষিন জেলা পরিষদের কনফারেন্স হলে দক্ষিন জেলা পরিষদের সভা অনুষ্ঠিত হয়
দক্ষিণ জেলা পরিষদের সভা অনুষ্ঠিত হয় আজ । সভাধিপতি শ্রী দীপক দত্ত , বিধায়ক শ্রী দীপংকর সেন, বিধায়ক শ্রী অশোক মিত্র , সহ সভাধিপতি , চেয়ারম্যান , BDO, বিভিন্ন আধিকারিক গন উপস্থিত ছিলেন । সভায় 15 Finance এর গত বছর ও এ বছরের কাজের অগ্রগতি নিয়ে আলোচনায় দেখা যায় গড়ে 65% টাকা ব্যয় হয়েছে ।