নাকাশিপাড়া: বেথুয়াডহরী জাতীয় সড়কে কিষান মান্ডির কাছে গাড়ির ধাক্কায় চার টুকরো হয়ে গেল টোটো
১২ নম্বর জাতীয় সড়কে কিষাণ মান্ডির কাছে। বিডি অফিসের আগে ডিভাইডার এর কাটারে। একটি চার চাকা ছোট গাড়ি যাচ্ছিল বহরমপুরের দিকে।সেই সময় বিডি অফিসের কাছে একটি ডিভাইডারের কাটারের মাঝখান দিয়ে পার হচ্ছিল একটি টোটো। আচমকা ধাক্কা মারে দ্রুত গতিতে এসে ওই টোটোটিকে ওই ছোট চারচাকা গাড়িটি। এরপর গুরুতর আহত হন ওই টোটো চালক। তার বাড়ি নাকাশিপাড়া গোট পাড়ায়। এরপর টোটোটি চার টুকরো হয়ে যায়। ডিভাইডারের উপর উঠে পড়ে টোটো। ঘটনাস্থলে পৌঁছে যায় নাকাশিপাড়া থানার পুলিশ।