মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় প্রান্তিক মানুষের জন্য, মানুষের দুয়ারে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র অনুষ্ঠিত হল বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত গোপালপুর ১নং গ্রাম পঞ্চায়েতের অধীন গোপালপুর হাইস্কুল মাঠে। এলাকার সমস্ত মানুষকে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধ দেওয়া হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান বিশ্বনাথ সাহা,উপ -প্রধান মনিরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা।