চাঁচল ২: অনুপনগর রাস্তায় ঢিমেতালে সংস্কার, বিপাকে পথচারী ও যানচালকরা
ঢিমেতালে চলছে রাস্তা সংস্কারের কাজ। দুইমাস ধরে কাজ চললেও এখনও পিচের প্রলেপ পড়নি। ফলে পাথর উঠে গড়াগড়ি খাচ্ছে ব্যস্ততম রাস্তা। ফলে সমস্যায় পড়ছেন পথচারী থেকে শুরু করে টোটো চালক ও অন্য বিভিন্ন গাড়ি চালককেরা। সোমবার দুপুর দুটো নাগাদ এমনই ছবি ধরা পড়ল চাঁচল ২ ব্লকের অনুপনগর গামী রাস্তায়। অভিযোগ, পাথর ছড়িয়ে ছিটিয়ে থাকায় হোঁচট খাচ্ছেন পথচারীরা। এমনকি বিভিন্ন গাড়ির টায়ার পামচার হচ্ছে। দ্রুত রাস্তা সংস্কারের কাজ শেষ করার দাবি উঠেছে।