রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া চালু করেছে নির্বাচন কমিশন।সেই প্রক্রিয়া শুরু হতেই জোর তর্জা শুরু হয়েছে রাজনৈতিক দল গুলোর মধ্যে।এবার এসআইআর নিয়ে বিভিন্ন এলাকায় কর্মশালা শুরু করেছে বিজেপি।শনিবার আলিপুরদুয়ার শহরের এক হোটেলে বিজেপির ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।বিজেপির আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের নেতা কর্মীদের নিয়ে ওই কর্মশালা হয়।সন্ধ্যা ছয়টা নাগাদ ওই বৈঠক শেষ হয়।সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস সহ অন্য নেতারা ।