কালনা ২: তৃণমূলকে ধোয়া তুলসি পাতা সাজার সুযোগ করে দিলেন অভিজিৎ গাঙ্গুলি, বৈদ্যপুর রথতলার মাঠে CPI(M)-এর সভায় বলেন নেতা শতরূপ ঘোষ
তৃণমূলের চোরেদের ধোয়া তুলসি পাতা সাজার সুযোগ করে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বৈদ্যপুর রথতলার মাঠে CPI(M)-এর সভায় এসে বললেন রাজ্য নেতা শতরূপ ঘোষ। তাঁর বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে প্রাক্তন বিচারপতি যে রায়গুলি দিয়েছিলেন তা এখন প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। প্রসঙ্গত, এদিন CPI(M)-এর পূর্ব বর্ধমান জেলা কমিটি এবং হুগলি জেলা কমিটির যৌথ উদ্যোগে একটি সভা আয়োজিত হয়। সেখানে শতরূপ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন অমল হালদার সহ অন্যান্যরা।